নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় ‘অপারেশন ডেভিল হান্ট’। এ অভিযানের নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক এমপি’র ব্যক্তিগত সহকারি (এপিএস) মাহাবুবুর রহমান রূপাকে (৪২) গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাহাবুবুর রহমান রূপা পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের মৃত শামসুদ্দিন তালুকদারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য এবং সাবেক সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের চাচাতো ভাই।
বৃহস্পতিবার (১ মে) পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে গত বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে মাহাবুবুর রহমান রূপাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি জানান, গত ১ ডিসেম্বর পূর্বধলা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার হয়। আজ (বৃহস্পতিবার) মাহাবুবুর রহমান রূপাকে জেলা আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।