নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় ফয়সাল আহমেদ নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফয়সাল আহমেদ উপজেলা গোপালপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং বারহাট্টা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ছিলেন তিনি।
বৃহস্পতিবার (১ মে) বারহাট্টা থানার ওসি কামরুল হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ফয়সালকে মঞ্চ ভাঙচুর, আগুন জ্বালানো ও ককেটল নিক্ষেপ মামলায় আসামি হিসেবে বুধবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে ফয়সালকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিএনপির বারহাট্টায় দ্বি বার্ষিক সম্মেলনে মঞ্চ ভাংচুর, মঞ্চে আগুন জ্বালানো, ককটেল নিক্ষেপ ও মারপিটের ঘটনায় গোপালপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আনোয়ার হোসেন আনু গত ২ সেপ্টেম্বর থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় প্রধান আসামি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈনুল হক কাশেমসহ ৫৯ জনকে আসামি করা হয়। এছাড়া ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এই মামলায়।