নিজস্ব প্রতিবেদক: “দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) এ উপলক্ষে আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা “বিনামূল্যে আইনি সহায়তা চাই, ন্যায়বিচার নিশ্চিত করি” এই শ্লোগান সম্বলিত ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালিতে বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকালে কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাইম হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন দিলদার, থানার ওসি (তদন্ত) মো. ওমর কাইয়ূম, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হাসান ভূঁইয়া, পৌর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন খানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজে নানা ধরনের ব্যক্তিগত ও পারিবারিক বিরোধ অনেক সময় বড় আকার ধারণ করে। এই ধরনের সমস্যা সমাধানে আপস-মীমাংসার গুরুত্ব অপরিসীম। আইনি সহায়তা গ্রহণের মাধ্যমে সহজে, দ্রুত এবং কম খরচে সমাধান পাওয়া সম্ভব।
কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান তার বক্তব্যে বলেন, আইনি সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জনসচেতনতা ছাড়া ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মো. ওমর কাইয়ূম বলেন, “আইনগত সহায়তার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সম্ভব। অহেতুক দ্বন্দ্বে না গিয়ে সবাইকে আইনি প্রক্রিয়ায় সমাধানের পথে এগিয়ে আসতে হবে।”
সভায় ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, সরকারের বিনামূল্যে আইনি সহায়তা সেবা এখন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। এই সেবার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছেন।
উল্লেখ্য, সরকার ২০০০ সালে ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন’ প্রণয়নের মাধ্যমে দেশের অসহায় ও দরিদ্র জনগণের জন্য বিনামূল্যে আইনি সহায়তার কার্যক্রম শুরু করে। সেই ধারাবাহিকতায় প্রতি বছর এপ্রিল মাসে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়।