কে. এম. সাখাওয়াত হোসেন: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাপসাতালে র্যাব-১৪ এর অভিযানে ১৪ জন দালালকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে ১২জনকে দুই মাস এবং একজনকে এক মাস ও আরেকজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।.
মঙ্গলবার (২২ এপ্রিল) সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ র্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পরিচালক।
এরআগে সকাল সাড়ে ৯টার থেকে দুই ঘন্টাব্যাপি পরিচালিত র্যাবের এই অভিযানের নেতৃত্ব দেন ময়মনসিংহ র্যাব ১৪ (সিপিএসসি) এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান।
দুই মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্তরা হলেন- মন্টু মিয়া (২৫), মো. মাসুদ (৪৫), মো. আলাল উদ্দিন (৬০), বিজয় দাস (৫০), আকাশ (২৪), সোবাহান মিয়া (৬৫), সুমন মিয়া (৩০), শাহাদাত হোসেন বাবু (৩৫), সাকিব হোসেন আলিফ (২৪), আনিস হোসেন রকি (৩৫), হামিদুল ইসলাম রবিন (৩০) ও সাদ্দাম (২৯)।
এছাড়া অন্য দুজনের মধ্যে পারভিন (৩৫) নামে এক নারীকে এক মাস ও মো. আশরাফুল(২৭) নামে আরেকজনকে ১৫ দিনের বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয়।
ভাম্যমান আদালতের বিচারক ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। তিনি মোবাইল কোর্ট আইন-২০০৯ এবং দন্ডবিধি ১৮৬০ এর ধারা-১৮৬ মোতাবেক দোষী সাব্যস্ত করে মমেক হাসপাতাল হতে আটককৃত ১৪ জন দালালকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
র্যাবের মিডিয়া অফিসার আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল দালাল মুক্ত করতে র্যাবের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।