টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর ধলেশ্বরী নদীর পাড়ে, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে।
২১ এপ্রিল রাত ১২টার পর নাগরপুর উপজেলায় কেদারপুর এলাকায়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন। এ সময় এক্সকেভেটর সহ ট্রাকের ১০টি ব্যাটারি জব্দ ও ১জন কে আটক করা হয়৷ আটককৃতকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান বলেন, মাটি রক্ষায় আমাদের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে প্রতিটা মাটির খাদে অভিযান দেওয়া হবে।