টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের সারুটিয়াগাজী মধ্যপাড়া গ্রামের মো. আব্দুল জব্বার সেক এর ছেলে মো. জাফর ইকবাল কে ১ কেজি গাঁজা ও মাদক বিক্রির টাকা সহ গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল শনিবার রাত আনুমানিক ১২.১০ টায় নাগরপুর থানার একটি আভিযানিক দল মো. আব্দুল জব্বার সেক এর ছেলে মো. জাফর ইকবালের বসতবাড়ীর পূর্বভিটার দু’চাল টিনের ঘরের ভেতর থেকে ১ কেজি গাঁজা সহ জাফর কে গ্রেপ্তার করে। এ সময় জাফরের কাছ থেকে মাদক বিক্রির ৮,৫৬০ টাকা উদ্ধার করে থানা পুলিশ।
পরে, রাত ১২.৪০ টায় উদ্ধারকৃত আলামত স্থানীয় উপস্থিত লোকজনের সম্মুখে জব্দ করা হয় বলে জানায় থানা পুলিশ। একই দিন ১৯ এপ্রিল মো. জাফর ইকবালের বিরুদ্ধে নাগরপুর থানায় একটি ১২ নং ক্রমিকে মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মাদককে, না বলুন। মাদকের বিষয়ে কোন আপোষ নেই, সে যেই হোক।
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। মাদক ও সন্ত্রাস মুক্ত নাগরপুর নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ। গ্রেফতারকৃত কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।