টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের ১ মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মো. কালু সিকদারের ছেলে এবং শিউলীর স্বামী।
মো. সিরাজ সিকদারের স্ত্রী শিউলী মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। শিউলীকে গ্রেফতার করতেই থানা পুলিশ অভিযান চালালে, ৫টি মাদক মামলার আসামি সিরাজ কে তার বাড়ি থেকে মাদক সহ গ্রেফতার করতে সক্ষম হয়। তারা স্বামী- স্ত্রী দীর্ঘদিন যাবৎ পাকুটিয়া ইউনিয়ন ও আশেপাশের ইউনিয়নের মাদক বিক্রি করে আসছিল।
জব্দকৃত এসব মাদকের মধ্যে ৬৫০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং নগদ মাদক বিক্রির ৭৪,৪০০ টাকা তাদের ঘর থেকে গতকাল মধ্য রাত আনুমানিক ১টার সময় উদ্ধার করে এবং সিরাজের বিরুদ্ধে ১০ নং ক্রমিকে নাগরপুর থানায় একটি মাদক মামলা রুজু করে থানা পুলিশ। উল্লেখ্যা, সিরাজের স্ত্রী শিউলী মাদক মামলার ওয়ারেন্টের আসামী। এছাড়াও স্বামী সিরাজের নামে ৫ টা মাদক মামলা রয়েছে, এমনটাই জানায় নাগরপুর থানা পুলিশ।