দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-
শুল্ক ফাঁকি দিয়ে আসা নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এ-সময় এক নারীকে আটক করা হয়। সোমবার (২১ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল রবিবার দিবাগত রাতে পৌর শহরের সাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ-সব জব্দ করে পুলিশ। আটককৃতের নাম সোনিয়া আক্তার (৩৭)। সে ওই এলাকার রেজাউল মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পরে একটি অটো গাড়ি থেকে ৫টি বড় ব্যাগ ভরা ভারতীয় কসমেটিক জব্দ করা হয়। সেই সাথে পাচারকারী এক নারীকে আটক করা হয়। জব্দকৃত পণ্যগুলো হলো, ১০০ পিস ভারতীয় ডাব সাবান, ৪৫ পিস হেয়ার ওয়েল, ৪০ পিস ঝান্ডুবাম, ৮০০ পিস টেলকম পাউডার এবং ৯০ বোতল অলিভ ওয়েল। যার বাজার মূল্য প্রায় ৪২ হাজার টাকা।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে। মাদক ও চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত আছে।