তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশ। থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (২০শে এপ্রিল ) মধ্যরাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের দক্ষিণ কালেঙ্গা এলাকার মাদক ব্যবসায়ী শিপন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শিপন মিয়ার বাড়ি তল্লাশি করে তার রান্নাঘর থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, শিপন মিয়া থানা এলাকার এক চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারে শিপন মিয়ার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।