নিজস্ব প্রতিবদেক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার তেঁতুলিয়া আল হেলাল দাখিল মাদ্রাসার সুপার আবু সায়িদ মোহাম্মদ হারিছ উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য ফরম পূরণের অর্থ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাদ্রাসা সুপারের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে এভাবে হেনস্তা করার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং শিক্ষাঙ্গনের জন্য হুমকিস্বরূপ।
ভুক্তভোগী সুপার আবু সায়িদ মোহাম্মদ হারিছ উদ্দিন জানান, মাদ্রাসার এক দাখিল পরীক্ষার্থী ফরম পূরণের সময় নির্ধারিত দুই হাজার ৪০০ টাকার মধ্যে মাত্র এক হাজার টাকা প্রদান করে। বাকি এক হাজার ৪০০ টাকা পরীক্ষার্থী ও তার অভিভাবক প্রবেশপত্র গ্রহণের সময় দেবেন বলে জানায়। কিন্তু প্রবেশপত্র হাতে পাওয়ার পর বাকি টাকা চাইলে তেঁতুলিয়া গ্রামের সৈয়দ জিয়া রহমান ও সৈয়দ সুমন মিয়ার নেতৃত্বে কয়েকজন মাদ্রাসায় প্রবেশ করে তার ওপর হামলার চেষ্টা চালায় এবং তাকে হেনস্তা করতে উদ্যত হয়। শিক্ষকরা বাধা দিলে তারা সুপারের মোটরসাইকেল ভাঙচুর করে।
সুপার আরও জানান, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ছয়জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।