নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পৃথক স্থান থেকে নারীসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ লিটার দেশীয়মদসহ জুনিয়া রবিদাস (৪০) ও একশো গ্রাম গাঁজাসহ তৈয়ব আলী (৪৮) পুলিশের হাতে গ্রেফতার হন।
গ্রেফতারকৃত দুজন মাদক ব্যবসায়ীদের একজন উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের গরুহাটা গ্রামের মৃত মুক্তি রবিদাসের স্ত্রী জুনিয়া রবিদাস এবং আরেকজন আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামের মৃত আদম আলীর ছেলে তৈয়ব আলী।
শনিবার (১৯ এপ্রিল) এতথ্য নিশ্চিত করে পূর্বধলার থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আসামি দুজন আজ (শনিবার) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
এরআগে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতের ভিন্ন সময়ে উপজেলার পৃথক স্থান থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এই নিয়ে গত বুধবার থেকে আজ (শনিবার) পর্যন্ত চার দিনে পূর্বধলা থানা পুলিশ দুজন নারীসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং গ্রেফতারকৃতদের কাছ থেকে গাঁজা, দেশীয় মদসহ বিভিন্ন ব্র্যান্ডে ভারতীয় মদ জব্দ করেছে থানা পুলিশ।