নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরের হলি স্টার মডেল স্কুলে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ও ব্যতিক্রমধর্মী বর্ষবরণ উৎসব। এদিন সকাল থেকে স্কুল প্রাঙ্গণ ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মুখরিত।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পাঠ করেন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তোবাশ্বির সিদ্দিকী। এরপর উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা একত্রে পরিবেশন করেন জাতীয় সংগীত।
এরপর শুরু হয় “পহেলা বৈশাখ ও বাঙালি সংস্কৃতি” বিষয়ে এক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক জনাব মো. আমির হামজা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দুয়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হলি স্টার মডেল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমদাদুল হক। তিনি বলেন, বাংলা নববর্ষ কেবল একটি তারিখ নয়, এটি আমাদের চেতনাবোধ, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্যবস্থাপনা কমিটির অভিভাবক প্রতিনিধি সুবর্ণা মোস্তফা, কেন্দুয়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের স্থায়ী সদস্য ও সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মিজানুর রহমান, ফাউন্ডেশনের সেক্রেটারি ও স্কুলের সহ-সভাপতি মো. তারিকুল ইসলাম।
বক্তারা বাংলা সংস্কৃতির বিকাশ ও শিক্ষার্থীদের সৃজনশীলতা চর্চার সুযোগ সৃষ্টিতে এই আয়োজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। এতে ছিল সৃজনশীল কারুকার্য প্রদর্শনী, কোরাস ও একক সংগীত, কবিতা ও ছড়া পাঠ, যেমন খুশি তেমন সাজো, হাড়ি ভাঙা, বেলুন ফোটানো এবং কাবাডি প্রতিযোগিতা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক মো. আমির হামজা বলেন, হলি স্টার মডেল স্কুল শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং নৈতিকতা, সংস্কৃতি ও দেশপ্রেমে শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে। এই আয়োজন তারই একটি প্রতিফলন।
সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অতিথিদের সম্মাননা জানিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি ছিল বাংলা নববর্ষকে ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক ও মূল্যবোধের চর্চার এক অনন্য উদাহরণ।