নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে দীর্ঘদিন বন্ধ থাকা একটি অটোরাইস মিলের তালা ভেঙে ৪৭ লাখ টাকার যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিল মালিক থানায় অভিযোগ দিয়েছেন।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলার বড়তলী গ্রামে রাস্তার পাশে থাকা দোয়েল রাইস এন্ড এগ্রো ইন্ড্রাস্টিজ লিমিটেড নামে অটোরাইস মিলটির মালিক দিলু বণিক নামে এক জুয়েলারি ব্যবসায়ী। দিলু বণিক মোহনগঞ্জ শহরের বাসিন্দা।
পুলিশ, রাইসমিল মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়তলী গ্রামে নির্জন জায়গায় ওই অটোরাইস মিলটি অবস্থিত। রাইল মিলটি তিন-চার মাস ধরে বন্ধ রয়েছে। মিলের পাহারাদার গত ৩ এপ্রিল অসুস্থ হলে চিকিৎসার জন্য চলে যান। সেই থেকে মিলটি পাহারাদার বিহীন ছিল। এদিকে মিলে থাকা সিসি ক্যামেরাগুলোও দীর্ঘদিন যাবত নষ্ট হয়ে রয়েছে। ফলে সুযোগ বুঝে মিলের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে দামি যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। গত শনিবার সন্ধ্যায় মিলে গেলে চুরির বিষয়টি মালিক পক্ষের লোকজন টের পান। পরে এ ঘটনায় থানায় অভিযোগ করেন মিল মালিকের ছেলে দিপুল বণিক।
এ বিষয়ে অটোরাইস মিল মালিকের ছেলে দিপুল বণিক বলেন, পাহারাদার অসুস্থ হয়ে যাওয়ায় গত ৩ এপ্রিলের পর মিলটি পাহারাদার বিহীন ছিল। এদিকে মিলের সিসিটিভি ক্যামেরাগুলোও দীর্ঘদিন নষ্ট হয়ে আছে। গত ৩ এপ্রিল থেকে ১২ এপ্রিলের যেকোন এক সময় চুরির ঘটনা ঘটেছে। রাইস মিলের দামি দামি যন্ত্রপাতিগুলো খুলে নিয়ে গেছে। অনুমান করেছি সব মিলিয়ে ৪৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। আশা করছি পুলিশ এগুলো উদ্ধার করতে সমর্থ হবে।
স্থানীয় লোকজন জানায়, মিলট গ্রামের নির্জন জায়গায় অবস্থিত। পাহারাদার না থাকলে এখানে চুরি হওয়া স্বাভাবিক। এত দামি একটা মিলে নিয়মিত পাহারার ব্যবস্থা রাখা দরকার।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ অটোরাইস মিলটি পরিদর্শন করেছে। মিলটি গ্রামের নির্জন স্থানে অবস্থিত। এছাড়া এতে অনেকদিন ধরে কোন পাহারাদার ছিলো না। মিলের সিসিটিভি ক্যামেরাও নষ্ট ছিল। তবে ঘটনার রহস্য উদঘাটনসহ মালামাল উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ।