নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য কলম উপহার প্রদান করেছেন।
এই মানবিক ও প্রেরণামূলক উদ্যোগের অংশ হিসেবে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সকল এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশেষভাবে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে কলম বিতরণ কার্যক্রমে অংশ নেন কলমাকান্দা উপজেলা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সুশৃঙ্খলভাবে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে এক হাজার ৮১১ জন পরীক্ষার্থীদের জন্য কলমগুলো পরীক্ষাকেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিবদের হাতে তুলে দেওয়া হয়। যাতে সঠিকভাবে প্রত্যেক পরীক্ষার্থীর কাছে উপহারটি পৌঁছতে পারে।
উপজেলা পর্যায়ে একজন জাতীয় নেতার এমন উদ্যোগ পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করেছে এবং স্থানীয় পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে। ব্যারিস্টার কায়সার কামালের এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব চিন্তা ভবিষ্যত প্রজন্মের প্রতি তার দায়িত্ববোধ এবং ভালোবাসারই প্রতিফলন।