কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১০১ ও ১০২ ধারা অনুসারে এই নিয়োগ কার্যকর হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস নতুন করে তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অপসারণের অফিস আদেশ পত্রে স্বাক্ষর করেন। এরআগে একটি ইউনিয়ন পরিষদের প্রশাসক আগেই নিয়োগ দেওয়া হয়েছিল। সে পরিষদের প্রশাসক পরিবর্তন করেন তিনি। এই নিয়ে চার ইউপিতে নতুন প্রশাসক বসানো হলো।
দীর্ঘদিন ধরে কলমাকান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী ও কৈলাটি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন তারা তিনজন অনুপস্থিত থাকায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশক্রমে আজ ৮ এপ্রিল ২০২৫ তারিখে এ আদেশ জারি করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এর আগে ৫ আগষ্টের পরপরই পোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হককে একই কারণে অপসারণ করে প্রশাসক হিসেবে সহকারী কমিশনারকে (ভূমি) নিয়োগ দেওয়া হয়েছিল। এই নিয়ে উপজেলায় চার ইউপি চেয়ারম্যানকে অপসারণের মাধ্যমে চার প্রশাসক নিয়োগ দিলো সরকার।
নতুন প্রশাসকরা হলেন- কলমাকান্দা সদর ইউপিতে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, নাজিরপুর ইউপিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান নাজিরপুর, পোগলা ইউপিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এবং কৈলাটী ইউপিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।
জনস্বার্থে এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জেলা প্রশাসকের ওই আদেশ পত্রে উল্লেখ রয়েছে।