কে. এম. সাখাওয়াত হোসেন: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল কর্তৃক বর্বরোচিত গণহত্যা ও আগ্রাসন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংসহতি প্রকাশ করে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
এরআগে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা নেত্রকোনা পৌরশহরে কেন্দ্রীয় শহীদ মিনারের সমানে জড়ো হতে থাকেন এবং সমাবেশ করেন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহীদ মিনার থেকে প্রতীকী শিশুর মৃতদেহ নিয়ে এবং ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ শ্লোগানসহ বিভিন্ন শ্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়াস্থ জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সঞ্চলনায় বক্তব্য রাখেন, জেলার ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ইউনুস তালুকদারসহ অন্যান্য ছাত্রনেতারা।
এসময় বক্তারা, ইসরায়েলি পণ্য বর্জন, গাজা ও রাফায় নির্বিচারে শিশুসহ গণহত্যা বন্ধ, যুদ্ধাপরাধের দায়ে ইসলায়েল সরকার প্রধানের যথাযথ বিচার, ফিলিস্তিনের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে থাকার আহবান জানানো হয়।