মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলা ও দখলদার আগ্রাসনের প্রতিবাদে নেত্রকোনার আটপাড়ায় সর্বস্তরের তৌহিদি জনতা আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় মিছিলটি উপজেলা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর, কলেজ মোড়, ব্রুজের বাজার, উপজেলা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামির সভাপতি মাওলানা মফিজুর রহমান, নির্বাহী সভাপতি মাওলানা আজিজুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, স্বরমুশিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাওলানা সালেহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আটপাড়া উপজেলা শাখার আমীর মাওলানা হোসাইন আহমেদ একদিল, উপজেলা যুব জমিয়তের সেক্রেটারি ক্বারী আবুল বাশার সুমন, নেত্রকোণা ডিসি মসজিদের খতিব মুফতি বুরহান উদ্দিন, বিক্ষোভ মিছিলে বক্তরা ইসরায়েলি পণ্য বয়কট করার দাবি জানান৷