নিজস্ব প্রতিবেদক: ‘‘জন্ম হউক সুরক্ষিত-ভবিষ্যৎ হউক আলোকিত’’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর ও বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস, ডিএসকে, ওয়াইএমসিএ ও রুশা এর সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
সর্বস্তরের অংশগ্রহনে এর র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্ত্তীর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাফিউল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, আবাসিক মেডিক্যাল অফিসার মো. তানজিরুল ইসলাম, ডাঃ দিপা সরকার, রুসা এর পরিচালক নুরে আলম, ডিএসকের সম্বয়কারী রুপন কুমার সরকার, কারিতাস প্রতিনিধি ছবি ম্রংর আদিবাসী নেতা বাবুল খকসি প্রমূখ।
বক্তারা বলেন, শিশুদের চিকিৎসার মান ও সুরক্ষিত প্রসবের ব্যবস্থা করতে পারলেই আলোকিত হবে শিশুদের ভবিষ্যত। সে লক্ষে সরকারের পাশাপাশি সকলকে কাজ করার জন্য আহবান জানানো হয়।
অপর দিকে ডিএসকে মাতৃসদন মিলনায়তনে মাতৃসদন ব্যবস্থাপক দ্রুব সরকারের সভাপতিত্বে আলোচনা করেন, ডিএসকে এর সহকারি পরিচালক শামছুল আলম খান, ডিএসকের সম্বয়কারী রুপন কুমার সরকার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ্, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড় প্রমুখ।