নিজস্ব প্রতিবেদক: ইহুদী রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের জনগণের উপর নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে নেত্রকোনায় বাংলাদেশ জামায়েত ইসলামী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা পৌর শাখার উদ্যোগে বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বড় বাজার, তেরিবাজার মোড়, শহীদ মিনার হয়ে পৌরসভা মোড় ঘুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে পৌর জামায়াতের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। এতে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানসহ নেতৃবৃন্দ।
নেত্রকোনা সদর উপজেলার আমির মাওলানা অলিউল্লাহ, জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, জেলা শিবিরের সাবেক সভাপতি এস এম আল আমিন, ইসলামী ছাত্র জেলা সভাপতি মোজাম্মেল হক মিলন, জেলা শিবিরের সেক্রেটারি ইয়াসিন মাহমুদ রাসেল, পৌর জামায়াতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ আবুল হোসেন তালুকদারসহ বিক্ষোভ সমাবেশে জামায়াতের হাজারো নেতা কর্মী অংশগ্রহণ করেন।
এসময় নেতা-কর্মীরা ইসরাইল পণ্য বয়কট ও জিহাদের ডাক দেন। মুসলিম বিশ্ব নেতাদের প্রতি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
এছাড়াও ফিলিস্তিনে জনেগণের উপর নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে ইসলামিক খেলাফত আন্দোলনসহ জাতীয় নাগরিক পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।