নিজস্ব প্রতিবেদক: “সুস্থ্য সূচনা, আশাবাদী ভবিষ্যত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) এ দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় কেন্দুয়া প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের অয়োজনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. রহিছ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস।
আলোচনা সভায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা অধিকার ফোরামের সদস্য সচিব ও জেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগম, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নূরুল হক, সমন্বয়কারী আরিফুজ্জামান আরিফ, কাঞ্চন মিয়া, কানিজ সুলতানা মিতু, জেলা অধিকার যুব ফোরামের সদস্য মাহমুদ হাসান প্রান্ত, তারুণ্যের কণ্ঠস্বরের সমন্বয়ক সুরাইয়া খানম সুমি প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে স্বাস্থ্যসচেতনতা, স্বাস্থ্য অধিকার এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি স্বাস্থ্যসম্মত সমাজ গঠনে যুব সমাজকে সম্পৃক্ত করা সময়ের দাবি।
আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক অনুকূল সরকার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিনিধি, জেলা ও উপজেলা অধিকার যুব ফোরামের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন নাগরিকবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।