ঝালকাঠিতে চাঁদাবজির মামলায় সাক্ষী হওয়ার কারনে মেহেদী হাসান তালুকদার নামে এক ব্যবসায়ীকে হত্যার হুমকি ও চাদাঁবাজীর মামলায় ঝালকাঠি জেলা যুবলীগের সদস্য রাকিব তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে পৌরসভার খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
এর আগে রোববার(২৩ মার্চ) বিকেলে ঝালকাঠি বাসন্ডা ব্রিজ সংলগ্ন এলাকায় ব্যবসায়ীকে হত্যার হুমকি দেন রাকিব তালুকদার। এ ঘটনায় সোমবার (২৪ মার্চ) সকালে ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি ও ঝালকাঠি সেনাক্যাম্পে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।
অভিযুক্ত রাকিব তালুকদার শহরের মহিলা কলেজ এলাকার মৃতঃ বাবুল তালুকদারের ছেলে।
জানা গেছে, গাজী ব্রিকস নামে একটি ইটের ভাটার অংশিদার ব্যবসায়ী মেহেদী। এর আগে রাকিব ওই ইটভাটার মালিকদের কাছে রাকিব তালুকদার চাঁদা দাবী করে।এছাড়া ভাটা থেকে জোর করে চালান স্লিপ ছাড়া ইট নিয়া গেলে গাজী ব্রিকস এর প্রোপাইটর মোঃ মিজানুর রহমান সিকদার বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে। এটি পরে ঝালকাঠি সদর থানায় এজাহার হয়।সেই মামলায় মেহেদী হাসান তালুকদার সাক্ষী থাকায় ক্ষিপ্ত হয়ে যুবলীগ নেতা রাকিব হত্যার হুমকি দেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘রাকিব তালুকদারের বিরুদ্ধে মামলা রয়েছে এছাড়া ব্যবসায়ীকে হুমকি দেওয়ার কারণে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে তাই তাকে গ্রেফতার করা হয়েছে।