নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে “রক্তদানে আমরা কেন্দুয়া” পরিবারের উদ্যোগে এ বছরেও ৮০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এটি সংগঠনটির প্রতি বছরের নিয়মিত উদ্যোগ হিসেবে পরিচিত। যা এলাকার অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ এনে দেয়।
ঈদ উপহার হিসেবে তেল, চিনি, নুডুলস, সেমাই, দুধ, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। যা দরিদ্র পরিবারের জন্য বিশেষ সহায়তা হিসেবে কাজ করছে।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “রক্তদানে আমরা কেন্দুয়া” সংগঠনের প্রতিষ্ঠাতাদের মধ্যে এম এইচ সরকার হিমেল, আব্দুল্লাহ আল মামুন এবং এডমিন প্যানেলের সদস্য ইয়াসিন আরাফাত ও মো. তারেক। এছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম এবং আশির্বাদ।
এই মহতি উদ্যোগের ফলে স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। তাদের মুখে হাসি ফোটাতে এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়।
সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা এম এইচ সরকার হিমেল বলেন, “আমাদের লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। ঈদের এই উপহার বিতরণের মাধ্যমে আমরা চেষ্টা করেছি তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে।”
স্থানীয় বাসিন্দারা “রক্তদানে আমরা কেন্দুয়া” সংগঠনের এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং তারা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেছেন।
এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া। যা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।