ইমন মিয়া, গাইবান্ধা: গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় বীর মুক্তিযোদ্ধাগণ তাঁদের স্মৃতিচারণ করেন, তুলে ধরেন ১৯৭১-এর সেই বীরত্বগাথা ও নৃশংসতার ইতিহাস। স্মৃতিচারণ করেন- বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহাজাদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, প্রফেসর আব্দুর রশিদ, তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের স্মরণ করে স্বাধীনতার চেতনা রক্ষার আহ্বান জানান। তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের প্রেরণা, যা ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের আদর্শে উজ্জীবিত করবে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment