সুনামগঞ্জ প্রতিনিধি: সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আউয়ার সুনামগঞ্জ’। নিজেদের পকেট খরচ বাঁচিয়ে সংগঠনটির সদস্যরা শ্রমজীবী, পথশিশু ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন।
বুধবার (২৬ মার্চ) বিকাল ৫টায় শহরের হোসেন বখত চত্বরে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক, দিনমজুর, পথশিশুসহ নানা শ্রেণি-পেশার সুবিধাবঞ্চিত মানুষেরা অংশ নেন। সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন।
স্বেচ্ছাসেবী এই সংগঠনের এমন উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা। সংগঠনটি আশা করছে, ভবিষ্যতে আরও অনেকে এ ধরনের সামাজিক কাজে যুক্ত হবে, যাতে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়।
‘আউয়ার সুনামগঞ্জ’ এর সদস্যরা নিয়মিত নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাদের এই ইফতার বিতরণ কর্মসূচি সমাজের অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংগঠনের সভাপতি আহমেদ শফি বলেন, “আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা চাই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে সবাই দাঁড়াক। আমাদের হাত ধরে যদি তাদের মুখে একটু হাসি ফোটে, সেটাই আমাদের বড় প্রাপ্তি।”
সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ আহমেদ বলেন, “শুধু ইফতার বিতরণ নয়, আসন্ন ঈদ উপলক্ষে পথশিশুদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে। আমরা চাই সুনামগঞ্জ শহরটাকে নতুন করে সাজাতে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।