নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ মার্চ) সকালে কেন্দুয়া অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ৩০২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়, যার মধ্যে ১৩৩ জন জীবিত এবং ১৬৯ জন মৃত মুক্তিযোদ্ধা। তাদের মধ্যে যারা জীবিত রয়েছেন তারা সরাসরি সংবর্ধনা গ্রহণ করেন এবং মৃত মুক্তিযোদ্ধাদের পরিবার সদস্যরা তাদের সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার এবং সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান।
প্রধান অতিথির ইমদাদুল হক তালুকদার তাঁর বক্তব্যে বলেন, “মহান মুক্তিযুদ্ধে যারা জীবন বাজি রেখে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের প্রতি আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। আমাদের সকলের দায়িত্ব মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা এবং তাদের আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।”
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হক, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান মজনু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ ফারুকী, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নাহিদ হাসান সাগর, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম এবং উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আফতাব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মো. বজলুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার মো. আব্দুল কদ্দুস খন্দকার লালচানসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা, তাঁদের পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এরআগে দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এসব কর্মসূচিগুলোতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করে।