চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন শাখা বিএনপি আয়োজনে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সম্মানিত সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন অপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মবিনুর রহমান মিঞা,জেলা কমিটির সম্মানিত সদস্য মোঃ আশরাফুল আলম,মনাকষা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোঃ একরামুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সম্মানিত সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন অপুর বলেন, দেশে এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি এ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। গত ১৭ বছরে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্টা করতে আমাদের অনেক কর্মী শহীদ হয়েছেন।
হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তিনি আরও বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।