নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার লেটিরকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে ঘাগড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্বাস আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ইদ্রিস, ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইসলাম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস রাঙা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, কাপাসিয়া বাজারের উসমান ও রুস্তম আলীর মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ওসমানের দখলে থাকা জমি দখল করে রুস্তম আলী গং। গত ১২ মার্চ বুধবার রাতে রুস্তম আলির দখল করা জায়গায় থাকা দোকান ঘর রাতের আঁধারে কে বা কাহারা ভাংচুর করে।
পরবর্তীতে এ ঘটনায় ঘাগড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপর দায়ভার চাপাতে চেষ্টা করে একটি কুচক্রী মহল। বিএনপির নেতৃবৃন্দ দখলের সাথে কোনক্রমেই জড়িত নয়। আওয়ামী লীগের দোসররা বিএনপি’র ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এ রকম মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি গণমানুষের দল এবং সবসময় জনগণের কল্যানে কাজ করে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে সবসময় ন্যায়,অনাচারের বিরুদ্ধে সোচ্চার ও রুখে দাঁড়ান বলে জানান বক্তারা।