তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
বিএনপি’র জাতীয়তাবাদীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যুত্থান শহিদ হওয়া মৌলভীবাজারের একমাত্র শাহজাহান।
মঙ্গলবার ১৮ই মার্চ মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাং কাফন গ্রামের আরশ আলী মিয়ার ছেলে গণ অভ্যুত্থানের একমাত্র শহীদ শাহজাহান মিয়ার পরিবারকে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ হতে ইফতার সামগ্রী ও নগদ অর্থ উপহার পৌঁছে দেন।
এতে ছিলেন মৌলভীবাজার জেলা যু্বদলের সাধারণ সম্পাদক, এম এ মুহিত ও জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লু রহমান জিল্লু ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, সৈয়দ রায়হান আহমদ, যুগ্ম সম্পাদক,সায়েদ আহমদ,দপ্তর সম্পাদক খছরু আহমদ,উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার যুবদলের সদস্য সচিব শেখ শাহজাহান আহমদ। বিএনপির নেতৃবৃন্দ নিহত শহিদ শাহজানের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।