নীলফামারী প্রতিনিধি:
সড়ক পরিবহণ মালিক গ্রুপ নীলফামারী জেলা শাখার ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল জেলা শহরের কালিতলা বাসটার্মিনালে অবস্থিত সংগঠনের কার্যালয়ে বিশেষ সাধারণ সভা শেষে এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে আরেফ রব্বানী মানিক ও সাধারণ সম্পাদক হিসেবে আবুল হাসনাত রাসেল নির্বাচিত হন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি হিসেবে আশরাফুজ্জামান জুয়েল, সহ-সাধারণ সম্পাদক হিসেবে হাসিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক হিসেবে আবু তাহের, সড়ক সম্পাদক(১) হিসেবে নাকিব হোসেন নিলয় ও সড়ক সম্পাদক(২) হিসেবে এসএম মিজানুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে আবুজার রহমান এবং কার্যকরী সদস্য হিসেবে শাহিনুর রহমান চৌধুরী নির্বাচিত হন।
বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু ও ড. খায়রুল আনাম, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন এ সময়। সড়ক পরিবহণ মালিক গ্রুপ নীলফামারী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আরেফ রব্বানী জানান, ৮৮জন মালিক উপস্থিত ছিলেন। আগামী তিন বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।