তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এ দিবস দুইটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
সভাপতিত্বের বক্তব্যে তিনি বলেন, আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবসে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৬শে মার্চ সকালে স্বাধীনতা ও জাতীয় দিবসে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ও পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
আলোচ্যসূচিতে, সকাল ৯টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা অনুষ্ঠানিকভাবে উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও দিনব্যাপী অন্যান্য কর্মসূচি পালনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. রেদওয়ান খান, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মো. জাকির হোসেন, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে প্রমুখ।