সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় এক বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট হয়নি।
প্রাদেশিক কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ‘লাতাকিয়ার আল-রিমাল এলাকায় বিস্ফোরণের ফলে এখন পর্যন্ত তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।’
সানা আরও জানায়, ‘অগ্নিনির্বাপণ বাহিনী এবং স্থানীয় বাসিন্দারা আহত ও নিখোঁজদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।’
শহরের ৩২ বছর বয়সী বাসিন্দা ওয়ার্দ জামমৌল এএফপিকে জানান, তিনি একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনেন। তিনি বলেন, ‘বিস্ফোরণস্থলে গিয়ে আমি দেখি, একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’
ওয়ার্দ আরও জানান, সেখানকার পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটজনক, যেখানে অগ্নিনির্বাপণকর্মী ও অ্যাম্বুল্যান্স এসে পৌঁছেছিল এবং একটি বড় জনসমাগম ছিল যারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছিল।
সানা প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে। বিস্ফোরণের ব্যাপারে অন্য কোনো বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।