সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পৃথক ২টি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮ টি ভারতীয় গরু জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। শনিবার (১৫ মার্চ) ভোরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া ও মোকামছড়া নামক স্থান হতে ৬ টি ভারতীয় গরু ও ইসলামপুর নামক স্থান হতে ২টি ভারতীয় গরু জব্দ করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় অদ্য পেকপাড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৯/৭-এস ও ১২২৯/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম পেকপাড়া ও মোকামছড়া নামক স্থান হতে ৬টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া পৃথক আরেকটি অভিযানে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর নামক স্থান হতে ২টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।
বিজিবি জানায়, পৃথক ২ টি অভিযানে জব্দকৃত ৮টি গরুর আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ১০ হাজার টাকা৷
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।