কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ সাজ সাজ রব পড়ে গেছে চারদিকে। পিছিয়ে নেই কিশোরগঞ্জ-২ আসনও। সেখানেও শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের জনসংযোগ ও মতবিনিময় সভা।প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাকন।
আজ সকাল থেকে বিকাল পর্যন্ত কটিয়াদী উপজেলার জালালপুর-লোহাজুড়ী দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগে মনোনয়ন প্রত্যাশী এই নেতা অতীত ও বর্তমানের স্ব-স্ব সামাজিক,রাজনৈতিক কর্মকান্ড সাধারণ ভোটারের মাঝে লিফলেটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন।
গণসংযোগকালে সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ১০ নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম সেলিম,তরুণ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোকন বাবলা, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলম শরীফ,সহস্রাম ধুলদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার শাহ, জালালপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন বকুল, জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম জনিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তার এই গণসংযোগে অংশ নেন। গনসংযোগে কাকন বলেন, স্থানীয় জনগণের সমস্যা শুনে সমাধানের প্রতিশ্রুতি দেন এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সবাইকে অবগত করেন।
তিনি বলেন, “এই দেশ গঠনে বিএনপি বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে আমরা সর্বদা প্রস্তুত।”সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে মাঠে কাজ করতে বলেছেন। তাই বাধা নিষেধ সত্ত্বেও গণসংযোগ চালিয়ে যাচ্ছি।যদি জনমতের উপর ভিত্তি করে মনোনয়ন দেয় তাহলে দল আমাকে মনোনয়ন দেবে বলে আশা করছি।