নিজস্ব প্রতিবেদক: “তোমার আমার বাংলাদেশে-ভোট দিবো মিলেমিশে” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৩ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি পরবর্তি আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী প্রমুখ।
বক্তারা বলেন, ভোটার হওয়া আমাদের অধিকার। ১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। বাংলাদেশ সরকার ভোটাধিকার রক্ষায় নানা কর্মসূচি গ্রহণ করেছেন। দেশের জনগনকে ভোটার হওয়ায় আগ্রহ বাড়াতে সকলকে আহবান জানানো হয়।