ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের দেলদুয়ারে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দিকে মিছিলটি দেলদুয়ার উত্তর পাড়া গোল চত্তর থেকে শুরু করে দেলদুয়ার বাজারে এসে মিছিলটি এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলটি নেত্বত্বে দেন উপজেলা জামায়াতের আমীর মাও.আল মোমিন ও সেক্রেটারি আব্দুর রহমান। এসময় বক্তারা বলেন,মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবী জানান। এছাড়াও দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধেরও দাবী করেন। এ মিছিলে দেলদুয়ার উপজেলা জামায়াত শিবির এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন মসজিদ থেকে আগত মুসুল্লীগণ অংশগ্রহন করেন।