তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর লালবাগ আবাসিক এলাকাস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির তৎসংলগ্ন মিরভাত স্টোরে শুক্রবার রাত সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন খবর পাওয়া গেছে। সরেজমিন ঘুরে দেখা যায়, মুদি দোকানের ভেতর ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান স্থানীয় এলাকাবাসী।
তবে ঘটনাস্থলে তাৎক্ষণিক শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস এর কর্মীরা খবর পেয়ে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু দোকানীর স্বপ্ন গুলো যেন আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে। আগুন লাগা দোকানটি রাস্তার পাশে হওয়ার কারণে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের ওপর তীব্র যানজটের সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিস কর্মীদের বরাতে জানায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দোকানী জানান, আমি কিছুক্ষণ আগে দোকান কোঠা বন্ধ করে বাড়িতে যাই এবং খাওয়া দাওয়া শেষ করার সুযোগ হয়নি খবর আসে দোকানে আগুন লেগেছে। এর আগে রাতের ৮ টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্টের পেছনের খালি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।