উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসর রাতে আবুল কালাম নামে এক জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (২৮ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত ওই জামাইকে ধর্ষণ মামলায় আদালতে সোপর্দ ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার দিনগত রাত ৩ টার দিকে (বাসর রাতে) আবুল কালামকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান।
আবুল কালামের বাড়ি উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিয়াখালি গ্রামে। সে ওই গ্রামের আব্দুস ছালামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,আবুল কালামের সাথে প্রতিবেশী এক চাচাতো বোনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক থাকালীন তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। কিছুদিন আগে হঠাৎ প্রেমিকা গুরুত্বর অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান।
এতে ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে প্রতিবেশী চাচাতো বোন ১৪ সপ্তাহের অন্তঃসত্বা। এছাড়াও পুলিশের জিজ্ঞাসাবাদে আবুল কালাম প্রেমিকা প্রতিবেশী চাচাতো বোনের সাথে শারীরিক সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। এদিকে গত(২৬ ফেব্রুয়ারি) বুধবার পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নাউরী গ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন আবুল কালাম। অপর দিকে গত বৃহস্পতিবার প্রেমিকার বাবা হানিফ মিয়া বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন রাত ৩ টার দিকে (কালামের বাসর রাতে) পুলিশ আবুল কালামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,’অভিযোগের প্রেক্ষিতে অভিযোগের সত্যতা যাচাই করে আবুল কালামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। তার স্বীকারোক্তি মূলক জবানবন্দীর প্রেক্ষিতে এবং ডাক্তারি পরীক্ষা দেখে ধর্ষণ মামলায় আসামি কালামকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।