বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ১ মার্চ থেকে ৮ এপ্রিল ৩৯ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে আগামীকাল ও পরশু সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৪১ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুযারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানান প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ১ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ছুটিতে বিভাগগুলো পরীক্ষা পরিচালনা করতে চাইলে সেসব বিভাগ পরিবহন অফিসের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।
এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। তবে জরুরী সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে।
এদিকে বুধবার এক অফিস আদেশে জানা যায়, রমজান মাসে অফিস সময়সূচি সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দুপুর সোয়া ১ থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
এদিকে নিরাপত্তা জোরদারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটা লম্বা সময় ছুটিতে যাচ্ছে। হলগুলোসহ অন্যান্য সার্বিক নিরাপত্তা কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে আজ প্রক্টরিয়াল বডি একটি আলোচনায় বসেছিলাম। প্রশাসনের পরামর্শে প্রয়োজনে নিরাপত্তাকর্মী বৃদ্ধি করে হলেও আমরা বিশ্ববিদ্যালয়কে রমজানে সর্বোচ্চ নিরাপদ রাখার চেষ্টা করবো।’