বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
শেরপুর জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সংগঠন শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ ও প্রবীণ বিদায় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
এসময় সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী। এছাড়া সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ অন্তরসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের আইন বিষয়ক সম্পাদক
রিয়াদ হাসান রাব্বির সঞ্চালনায় নবীনদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন সাজ্জাদ হোসেন, সুমাইয়া জাফরিন মুন, মাফরুহা নাজিহা জান্নাত। এছাড়া বিদায়ী শিক্ষার্থীরাও তাদের বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, আনাদেরকে শুধুমাত্র সনদের জন্য বিশ্ববিদ্যালয় আসা একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। দেশ মা ও মাটির প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেমে উদ্ভুদ্ধ হতে হবে এবং দেশ ও জাতির জন্য নিজেকে একজন নিবেদিত প্রাণ হিসেবে গড়ে তুলতে হবে।
উল্লেখ্য,নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রবীণদের ও ক্রেস্ট দেওয়া হয়েছে।