মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং ফ্যাসিস্ট দের সকল ষড়যন্ত্র মোকাবেলায় জেলা বিএনপির আহবায়ক গুলজার রহমানের সভাপতিত্বে সমাবেশ করেছে জয়পুরহাট জেলা বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুনুর রশিদ সদস্য বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিল।
প্রধান অতিথি র বক্তব্যে বলেন, ১৭ বছর জাতীয়তাবাদী শক্তি রাজপথে থেকে আন্দোলন করেছে। অতিসত্বর নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা না হলে তীব্র আন্দোলনের মাধ্যমে নির্বাচন দিতে বাধ্য করা হবে। তিনি আরো বলেন বাংলাদেশের আর কোনদিন শেখ হাসিনার নৌকা ভাসবে না। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনপ্রিয়তার উদাহরণ তুলে ধরেন। বিএনপিকে কেউ শেষ করতে পারবে না বিএনপি জনগণের দল। আগামীতে দুর্নীতির শোষণমুক্ত একটি বাংলাদেশ পড়ার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অঙ্গীকারবদ্ধ বলে জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক ওবায়দুর রহমান চন্দন, সাবেক এমপি বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও পাঁচ উপজেলার বিএনপির আহবায়ক, যুগ্ম আহ্বায়ক ও বিপুল সংখ্যক নেতাকর্মী।