বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১ম পূনর্মিলনী আগামী শনিবার(২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে বিভাগের সভাপতির কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষকরা।
এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ধর্মত্তত্ব অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রফী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন, সিনিয়র অধ্যাপক অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসেন, ড. লোকমান হোসেন এবং অধ্যাপক ড. জালাল উদ্দীন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১ম পূনর্মিলনী। আমাদের প্রোগ্রামের শতভাগ প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রথম ব্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত বিভাগে অধ্যায়নরত শিক্ষার্থীরাসহ প্রায় সহস্রাধিক অ্যালামনাই অংশ গ্রহণ করবেন। আশাকরি আমাদের আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।’
এসময় তারা আরো বলেন, ‘প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপ- উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম উপস্থিত থাকবেন।
অতিথি হিসেবে আদ- দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা.শেখ মহিউদ্দিন ও জনপ্রিয় ইসলামি স্কলার মুফতি আমির হামজা উপস্থিত থাকবেন।’
উল্লেখ্য , অনুষ্ঠানটি শনিবার সকাল ৯ টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হবে। পরে বিকাল ৫ থেকে ৬ টায় পযর্ন্ত ‘লাহান সন্ধ্যা’ এবং রাত সাড়ে ৮ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।