চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক দলীয় কার্যালয় নির্মাণে ২৫ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার বিকেলে নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক কর্মী সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
কার্যালয়টি উপজেলার রানিহাটি বাজারে নির্মিত হবে বলে জানান আশরাফুল হক। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সাংসদ অধ্যাপক শাহজাহান মিঞা।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, পৌর বিএনপির আহবায়ক, আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, যুগ্ন আহবায়ক ডা. নাহিদুজ্জামান সুমন,শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান শহিদুল হক হায়দারী প্রমূখ।