তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনা লাভের বাজারের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌর শহরের হবিগঞ্জ সড়কের গদার বাজারে এ শাখার উদ্বোধন করা হয়। এসময় বাজার উদ্বোধন করেন পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু। এর আগে তিনি গত নভেম্বর মাসে শহরের নতুন বাজারে প্রথম শাখার উদ্বোধন করা হয়েছিল।
যা থেকে সমাজের প্রান্তিক ও সাধারণ শ্রেণীর লোকজন কম মূল্যে ভোগ্যপণ্য ক্রয় করে উপকৃত হচ্ছেন বলে উপকার ভোগীরা জানান। এ ব্যাপারে মহসিন মিয়া মধু জানান, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত শ্রেণীর লোকজন কষ্টে রয়েছেন। তাদের কথা ভেবে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে ক্রয়মূল্যে আমার তত্ত্বাবধানে এরিমধ্যে দুটি বাজার চালু করা হয়েছে। যা থেকে লোকজন পণ্যদ্রব্য ক্রয় করে জীবিকা নির্বাহে উপকৃত হচ্ছেন বলে জানান।