বকশীগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাধুরপাড়া ইউনিয়নে গলায় ওড়না পেঁচিয়ে রিনি আক্তার (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ১১ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ঢেরুরবিল এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রিনি আক্তার সাধুরপাড়া ইউনিয়নের ঢেরুরবিল গ্রামের মাজ্জু মিয়ার কন্যা। পরিবার সূত্রে জানাযায়, রিনি মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে তার রুমে শুয়ে পরে। সকাল বেলা যথারীতি ঘুম থেকে উঠে তার পরিবারের লোকজন তাকে ডাকতে থাকলে তার কোন সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ হলে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে দেখতে পায় রিনি ঘরের চালের আড়ের সঙ্গে গালায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। জানা যায়, রিনি স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। উপজেলার সাধুরপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
আপনি যা যা মিস করেছেন
			
				Add A Comment			
		
	
	 
				 
				 
								
 
								