১৮ই ফেব্রুয়ারী বকশীগঞ্জ উপজেলা বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতিমূলক সভা।
বকশিগঞ্জ (জামালপুর ) প্রতিনিধি। জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৮ই ফেব্রুয়ারী দ্বী-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সাধুরপাড়া ইউনিয়নে বিএনপির আয়োজিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ই ফেব্রুয়ারী (শনিবার) বিকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে কামালেরবার্তী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বকশিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আল-হাজ্ব সহিজল হক গাজী এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নুরুল ইসলাম বাদশা। আলোচনা সভায় বকশিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মাজাহারুল ইসলাম আনছার এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি শিউলী আক্তার শান্তি, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শামসুল আলম , উপজেলা বিএনপির সদস্য আবু মোতালেব মিয়া, উপজেলা পৌর বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা বকশিগঞ্জ সরকারি কিয়ামতউল্লা কলেজ মোঃ নুর আলম, সাধুরপাড়া ইউপি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার নাজমা, এবং আরও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় আগামী ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কে সফল করতে বক্তারা তাদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন।