মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্য বিষয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণের উৎসব- ২০২৫ উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছাতিনালী উচ্চ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারী সোমবার বিকেলে পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানম চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন।
এসময় উপস্থিত ছিলেন হাজি মুনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম সহ অন্যান্য সহকারী শিক্ষক বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুবেল মিয়া।
এর আগের দিন রোববার বিদ্যালয় মাঠে ছাত্রীরা নিজেদের নিপুন হাতের তৈরী শীতকালিন পিঠা তৈরী মাধ্যমে পিঠা উৎসবে অংশগ্রহণ করেন।