টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের পাড় গাজুটিয়া গ্রামের মোছাঃ জয়নব ওরফে জয়না (৬৮) কে হত্যাকারী পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও হত্যার সাথে জড়িত জয়নবের ছেলে ও স্বামী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৭ ফেব্রুয়ারী ঘটে এমন নির্মম ঘটনা। এর প্রেক্ষিতে নাগরপুর থানায় ১টি হত্যা মামলা দায়ের করে থানা পুলিশ। প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
পরদিন ৮ ফেব্রুয়ারী এ ঘটনায় জড়িয়ে মূল হত্যাকারী পুত্রবধূ মোছাঃ শাহনাজ আক্তার বেবি (৪৫) ও হত্যার সহযোগী নিহতের ছেলে মোঃ মোশারফ হোসেন মামুন (৪৭) নিহতের স্বামী মোঃ শওকত আলী (৭০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। আসামীদের দেওয়া তথ্য মতে, শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার কাজে ব্যবহৃত কালো সুতার রশি জয়নবের বসত ঘরের পাশে পরিত্যক্ত কূপ হতে উদ্ধার করে জব্দ করে পুলিশ। হত্যার বিষয়ে আসামী শাহনাজ আক্তার বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
থানা পুলিশ, গ্রেফতারকৃত আসামীদের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে। আসামীদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে বলেও জানিয়েছে নাগরপুর থানা পুলিশ।