সুনামগঞ্জ প্রতিনিধি
৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ জানুয়ারি ) সকাল দশটায় সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক, ( শিক্ষা ও আইসিটি ) বিরোধা রাণী রায়।
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. রুহুল আমিন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. খ. ম. ফারুক আহমেদ। ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) বিরোধা রাণী রায়। আজকে ৬ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ভলিবল এবং ব্যাটমিন্টন প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে বালক ও বালিকা গ্রুপ। ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহন করবে একক দ্বৈত বালক গ্রুপ।