রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শুভ চন্দ্র শীলের সন্ধানে তুরাগ নদীতে তল্লাশি অভিযান চালিয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সদর উপজেলার মির্জাপুর এলাকায় দীর্ঘ চার ঘণ্টা ধরে এ অভিযান পরিচালিত হয়।
তবে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সন্দেহভাজন দুই আসামির জবানবন্দির ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, শুভ চন্দ্র শীলকে হত্যা করে বস্তাবন্দি করে মির্জাপুর ব্রিজ থেকে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর প্রায় দুই কিলোমিটার এলাকায় পানির নিচে ব্যাপক তল্লাশি চালায়। কিন্তু চার ঘণ্টার প্রচেষ্টার পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুভ চন্দ্র শীল (২২) গাজীপুর সদর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত সুবল চন্দ্র শীলের ছেলে। তিনি স্থানীয় মির্জাপুর বাজারে প্রশান্ত শীলের মালিকানাধীন একটি সেলুনে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত বছরের ২ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
পরদিন ৩ অক্টোবর শুভর মা সুচিত্রা রানী শীল জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। তবে এখন পর্যন্ত শুভ চন্দ্র শীলের কোনো সন্ধান মেলেনি। গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা জানান, শুভ চন্দ্র শীলের সন্ধানে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং তাকে খুঁজে বের করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।