এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র সহ একজনকে আটক করা হয়েছে। দিনাজপুর কোতয়ালি থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেজর তানভীরের সুদক্ষ নেতৃত্বে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ টীম শনিবার (৮ ফেব্রুয়ারী) ভোর রাত্রে দিনাজপুর সদর উপজেলাধীন শংকরপুর ইউনিয়নের শংকরপুরের সোনাহার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ছাদেকুল ইসলাম (৪১) কে আটক করা হয়। এসময়, তার বসতবাড়ি থেকে এক রাউন্ড গুলি সহ দেশীয় একটি পিস্তল উদ্ধার করা হয়।
আটককৃত ছাদেকুল ইসলাম (৪১) দিনাজপুর জেলার সদর উপজেলাধীন শংকরপুর (সোনাহারপাড়া) এলাকার মোঃ আলাউদ্দিনের পুত্র। আটককৃতের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান।